Arduino Duemilanove হচ্ছে Arduino Uno এর মতই বহুমুখী ব্যবহারযোগ্য একটি বোর্ড। Arduino uno দিয়ে করা যায় এমন যেকোনো প্রোজেক্ট Arduino Duemilanove দিয়েও একইভাবে করা যায়, একই কোড, সার্কিট আর peripheral component দিয়ে। শুধুমাত্র arduino IDE সফটওয়্যার এ Tools থেকে board কে Arduino Duemilanove সিলেক্ট করে দিলেই হল।
USB-TTL converter হিসাবে Uno তে ব্যবহার হয়েছে একটি Atmega16u2 মাইক্রোকন্ট্রোলার আর Duemilanove তে ব্যবহার হয়েছে FTDI FT232RL USB-TTL converter IC - এই বাদে এদের মধ্যে বাকি সব হুবহু একই। আলাদা করে driver ইন্সটল করা লাগবে না কারণ Arduino IDE software ইন্সটল করার সময় Arduino Duemilanove এর driver অটোমেটিক ইন্সটল হয়ে যায়। Pinout একই হওয়াতে Uno তে ব্যবহারযোগ্য সব arduino Shield ও Duemilanove তে এখইভাবে ব্যবহার করা যায়।
আমাদের Arduino Duemilanove টি Atmega328 microcontroller ভ্যারিয়ান্ট। Atmega168 দিয়ে এর অন্য একটি ভ্যারিয়ান্ট আছে।
Arduino Duemilanove সম্পর্কে বিস্তারিত দেখতে পারেন এখানে ক্লিক করে।
Related Products:
- Arduino Uno R3 (china) -click here https://roboticsshop.com.bd/product/arduino-uno-r3-CLFExc